লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্রাকের সাপোর্ট ফর ফ্লাড ২০২৪ এ্যাফেক্টেড পিপল ইন দ্যা ইস্টার্ন রিজিওন অব বাংলাদেশ প্রকল্পের আওতায় আজ রোববার ঘর মেরামতের এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে সংস্থাটির উপজেলা কার্যালয় হাজিরহাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।এসময় ব্রাকের বিভাগীয় ব্যাবস্থাপক নজরুল ইসলাম মজুমদার, নোয়াখালী জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক অরুন কুমার দাস ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। .
.
সংস্থাটির শাখা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন জানান, অনুষ্ঠানে ২১টি পরিবারের মাঝে ঘর মেরামতের টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপকূলীয় এলাকা হিসেবে বিবেচনায় কমলনগর উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে সংস্থাটির এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: